চাঁপাইনবাবগঞ্জে ৫ দফার দাবীতে ফারিয়া ‘র মানববন্ধন
একুশে জার্নাল
অক্টোবর ১৯ ২০২০, ১৬:৪০
বদিউজ্জামান রাজাবাবু, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জে ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টটিভস এ্যাসোসিয়েশন (ফারিয়া)’র ৫ দফার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
১৯ অক্টোবর রবিবার সকাল সাড়ে ১০ টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা ফারিয়া ‘র আয়োজনে বঙ্গবন্ধু মুরাল চত্বরে কর্মবিরতি ও প্রতিবাদ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ মানববন্ধনে বক্তব্যে রাখেন চাঁপাইনবাবগঞ্জ জেলা ফারিয়া’র সিনিয়র সভাপতি মোঃ তহিদুল ইসলাম শহিদ,সভাপতি নাসিরুল হক নাসির,সহসভাপতি আবু সাঈদ, সাধারণ সম্পাদক জামিল হক সোহেল সদস্য,নয়ন সহ অন্যানরা।
মানববন্ধনে বক্তারা ৫ দফার দাবি উল্লেখ করে বলেন,সরকারি নতুন বেতন স্কেল অনুযায়ী ৭ম গ্রেড সমপরিমাণ বেতন নির্ধারণ। বর্তমান মূল্যস্ফীতি সাথে সামঞ্জস্য রেখে টি, এ/ ডি, এ ও অন্যান্য ভাতাদি প্রদান। চাকুরীর নিরাপত্তা ও নিশ্চয়তা বিধানসহ একটি সু-নির্দিষ্ট নিতিমালা প্রদান। ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টটিভস এ্যাসোসিয়েশন কে সরকার কর্তৃক স্বীকৃতি প্রদান। সাপ্তাহিক ছুটির সাথে সকল জাতীয় ছুটিভোগের দাবি জানান বক্তারা।