চাঁপাইনবাবগঞ্জে ৫০ বোতল ফেনসিডিলসহ আটক ১
একুশে জার্নাল ডটকম
অক্টোবর ১৩ ২০২০, ১৮:২৬
বদিউজ্জামান রাজাবাবু, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি: আজ চাঁপাইনবাবগঞ্জের শহীদ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীর সেতুর টোল ঘর এলাকায় সকাল ১০টার সময় ৫০ বোতল ফেনসিডিলসহ একজনকে আটক করে এসআই উৎপল কুমার সরকার
আটক কৃত ব্যাক্তি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার জালমাছমারি হাজিপাড়ার মোঃ হাইরুল ইসলামের ছেলে মোঃ জামিরুল ইসলাম জনি (২৮)
এসআই উৎপল কুমার সরকার জানান গোপন সংবাদের ভিত্তিতে টোল ঘর এলাকায় অভিযান চালিয়ে আসামী জনিকে ফেনসিডিলসহ ধরতে পারলেও অপর একজন পালিয়ে যায়। এই ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় একটি মামলা দায়ের কর হয়েছে।