চাঁপাইনবাবগঞ্জে ৫০ তম সমবায় দিবস পালিত

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

নভেম্বর ০৬ ২০২১, ১৬:১৭

বদিউজ্জামান রাজাবাবু,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:  চাঁপাইনবাবগঞ্জে “বঙ্গুবন্ধুর দর্শন সমবায়ের উন্নয়ন” শ্লোগানকে সামনে নিয়ে ৫০ তম সমবায় দিবস পালন করেছেন চাঁপাইনবাবগঞ্জ জেলা ।

৬ নভেম্বর শনিবার সকাল ১০ টায় সদর উপজেলা হলরুমে জেলা সমবায় অফিসের আয়োজনে ৫০ তম সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

জেলা সমবায় অফিসার আকরাম হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ মুন্জুরুল হাফিজ, বিশেষ অতিথি ছিলেন উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার ইফাত জাহান,সদর উপজেলা চেয়ারম্যান তসিকুুল ইসলাম তসি, উপজেলা সমবায় কর্মকর্তা শফিকুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান নাসরিন আকতার। সমবায় অফিসার জুয়েল উদ্দীন এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য প্রদান করেন সদর উপজেলা সমবায় অফিসার শফিকুল ইসলাম।

সকাল ১০ টায় জাতীয় সংগীত এর সাথে সাথে পতাকা উত্তোলনের মধ্যদিয়ে সমবায় দিবসের কার্যক্রম শুরু করা হয়।সমবায়ীদের মধ্যে বক্তব্য প্রদান করেন চাঁপাইনবাবগঞ্জ ফেন্ডস এন্ড ফ্যামেলি উৎপাদন মুখী সমবায় সমিতির সাধারণ সম্পাদক নাজনীন ফাতেমা জিনিয়া,সাজিদ সঞ্চয় ও ঋণদান কো-অপারেটিভ সোসাইটির নির্বাহী সম্পাদক ইসমাইল হোসেন।আলোচনা সভায় বিভিন্ন সমবায় সমিতি, সাফল্য সঞ্চয় কো-অপারেটিভ সমবায় সমিতি লিঃ সহ অন্যান সমবায় সদস্যরা উপস্থিত ছিলেন, এসময় উপস্থিতি ছিলেন বিভিন্ন সাংবাদিকগন ও বিশিষ্ট ব্যাক্তিবর্গরা।