চাঁপাইনবাবগঞ্জে ৪০৫ বোতল ফেনসিডিলসহ ২ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
একুশে জার্নাল
সেপ্টেম্বর ০১ ২০২০, ২৩:৫৩
বদিউজ্জামান রাজাবাবু, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:
র্যাব-৫ রাজশাহীর সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের মাদকবিরোধী অভিযানে ৪০৫ বোতল ফেনসিডিলসহ ২ জন শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হচ্ছে, শিবগঞ্জ উপজেলার ২ নং শাহবাজপুর ইউনিয়নের তেলকুপি লম্বাটোলা ২ নং ওয়ার্ডের গফুর আলী ও মোসা. শাহানা বেগমের ছেলে মোঃ কাদের হোসেন (৩৫) ও গাজলুর রহমান ও চামেলী খাতুনের ছেলে মো. কাফি (২৫)।
জানা গেছে, ৩১ আগস্ট সোমবার রাত ১০ টার দিকে শিবগঞ্জ উপজেলার তেলকুপি গ্রামের পাগলা নদী সংলগ্ন হাটখোলা বাজারে অভিযান চালিয়ে ৪০৫ বোতল ফেনসিডিলসহ হোসেন ও কাফিকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ ঘটনায় শিবগঞ্জ থানায় একটি মামলা রুজু করা হয়েছ।