চাঁপাইনবাবগঞ্জে ২১ আগস্ট গ্রেনেড হামলা দিবসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
একুশে জার্নাল ডটকম
আগস্ট ২১ ২০২১, ১৭:৩৬

বদিউজ্জামান রাজাবাবু, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি: ভয়াল ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত শহীদদের স্মরনে ও খুনিদের রায় দ্রুত কার্যকরের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে পৌর আওয়ামী লীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে শনিবার সকালে দলীয় কার্যালয়ে ২১ আগষ্ট গ্রেনেড হামলায় নিহত শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
পরে সেখান থেকে পৌর আয়ামী লীগের উদ্দোগে জেলা শহরে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষীন করে সেন্টু মার্কেটের সামনে
বঙ্গবন্ধু মুক্ত মঞ্চে গিয়ে সমাবেশে মিলিত হয়। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহসভাপতি রুহুল আমিন, পৌর আওয়ামী লীগের সভাপতি শরিফুল ইসলাম, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নজরুল ইসলাম, জেলা আওয়ামী লীগ সদস্য শাহনেয়াজ আপু, অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক মোঃ মনিরুল ইসলাম,জেলা যুব লীগের সাধারণ সম্পাদক আমানউল্লাহ বাবু, জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক জামাল আব্দুল নাসের পলেন, আওয়ামী লীগ নেতা আবু সুফিয়ান, সাবেক জেলা ছাত্রলীগের সভাপতি জিয়াউর রহমান তোতা, শ্রমিক লীগ নেতা শহীদুল ইসলাম রানা, জেলা কৃষক লীগের সভাপতি অ্যাডভোকেট আব্দুস সামাদ, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান টিটো, সদর উপজেলা আওয়ামী লীগের সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল জলিল প্রমুখ। বক্তারা ২১ আগষ্ট
গ্রেনেড হামলার খুুনিদের ফাঁসির রায় দ্রুত কার্যকর করার দাবি জানান।