চাঁপাইনবাবগঞ্জে হত্যা মামলার গ্রেফতার দুই আসামি দু’দিনের রিমান্ডে

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

আগস্ট ০৭ ২০২১, ১২:৫৩

বদিউজ্জামান রাজাবাবু চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:  চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার পৌর এলাকার ৩নং ওয়ার্ডের আলীনগরে শরিফুল ইসলাম হত্যার ঘটনায় গ্রেফতার মো. ইসমাইল ও হৃদয় নামে দুই আসামির দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শুক্রবার চাঁপাইনবাবগঞ্জ আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. হুমায়ন কবির এ রিমান্ড মঞ্জুর করেন।

চাঁপাইনবাবগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক মো. শহিদুল্লাহ জানান, শরিফুল হত্যা মামলার দুই আসামির তিন দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করে পুলিশ। আদালত শুনানি শেষে দুদিন করে রিমান্ড মঞ্জুর করেন।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি মো. মোজাফফর হোসেন জানান, বৃহস্পতিার রাতে আত্মগোপনে থাকা শরিফুল হত্যা মামলার দুই আসামি ইসমাইল ও হৃদয়কে গ্রেফতার করা হয়। তিন দিনের রিমান্ড চেয়ে শুক্রবার তাদের আদালতে নেয়া হয়। আবেদনের প্রেক্ষিতে আদালত তাদের দুদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন।

৪ আগস্ট রাতে পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে পৌর এলাকার বিদিরপুর মিল্কি মোড়ের কবিরুল ইসলামের ছেলে শরিফুল ইসলাম নিহত হন। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে এজাহারে ১৭ জনের নাম উল্লেখ করে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় মামলা করেন।