চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১
একুশে জার্নাল ডটকম
ফেব্রুয়ারি ০৯ ২০২২, ১৯:২৪
বদিউজ্জামান রাজাবাবু চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের শাহবাজপুর-সোনামসজিদ ডিগ্রী কলেজের সামনে বুধবার ৯ ফেব্রুয়ারী বিকালে সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত ও আহত হয়েছে ১।
দুটি খড়ি ভর্তি পাওয়ার টিলার ওভারটেক করার সময় পাশাপাশি সংঘর্ষে পাওয়ার টিলার চালক ঘটনাস্থলেই নিহত হয়। এঘটনায় আহত ব্যক্তিকে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
নিহত ব্যক্তি শিবগঞ্জ উপজেলার কানসাট বালুচর গ্রামের মনিরুল ইসলাম মনিরের ছেলে মিলন আলী (২৮) এবং একই গ্রামের সোহরাব আলীর ছেলে জামিরুল ইসলাম (৩০) আহত হয়।
শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) চৌধুরী যোবায়ের আহম্মেদ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।