চাঁপাইনবাবগঞ্জে শিশু শিক্ষার্থীদের ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের সময় করণীয় শেখানো হয়েছে
একুশে জার্নাল ডটকম
মার্চ ১০ ২০২২, ১৮:৪০
বদিউজ্জামান রাজাবাবু চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে ভূমিকম্পের সময় করনীয় ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে জানমাল রক্ষা করার বিভিন্ন উপায় শেখানো হয়েছে শিক্ষার্থীদের। বৃহস্পতিবার (১০ মার্চ) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে কালেক্টরেট চত্বরে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়ায় হাতেনাতে তাদেরকে এসব শেখানো হয়।
চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহযোগিতায় মহড়ার আয়োজন করে জেলা প্রশাসন। এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সাধারণ মানুষকে হাতেনাতে আগুন থেকে রক্ষার বিভিন্ন উপায় শেখানো হয়। ভূমিকম্প হলে করণীয়, বাসাবাড়িতে আগুন লাগলে নেভানোর উপায়, গ্যাস সিলিন্ডার ও শরীরে আগুন লাগলে নেভানোর উপায় প্রর্দশন করা হয়।
বালু, ফায়ার এক্সটিংগুইশার ও ভেজা বস্তা ব্যবহার করে আগুন নেভানোর উপায় হাতেনাতে শেখানো হয়। আগুন নেভানো ছাড়াও নিজেকে রক্ষার উপায় শেখানো হয় ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়ায়। ফায়ার সার্ভিসের কর্মীদের দেখানো বিভিন্ন কৌশল নিজেরা করে দেখেন শিক্ষার্থী ও উপস্থিত জনসাধারণ। এ সময় অগ্নিকাণ্ড বিষয়ক বিভিন্ন সচেতনতামূলক বক্তব্য রাখেন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তারা।
জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আয়োজিত ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়ায় উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক একেএম গালিভ খান, অতিরিক্ত জেলা প্রশাসক মো. মহসীন মৃধা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইফফাত জাহানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।