চাঁপাইনবাবগঞ্জে রাস্তা বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

মার্চ ১৩ ২০২২, ১৮:২৮

বদিউজ্জামান রাজাবাবু,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৫ এলাকায় প্রায় ৩০ থেকে ৪০ হাজার মানুষের বসবাস আর এ এলাকার রাস্তা দিয়ে তারা চলাচল করে থাকে। পশ্চিমাঞ্চল রেল কর্তৃপক্ষ সেই রাস্তাটি বন্ধের সিদ্ধান্ত নেওয়ায় তার প্রতিবাদ জানায় স্থানীয় এলাকাবাসি।

রেল কর্তৃপক্ষের দাবি রেললাইনের পাশের রাস্তা অরক্ষিত থাকায় যখন তখন ঘটতে পারে হতাহতের ঘটনা।

রোববার সকাল সাড়ে ১০ টায় চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার বিদিরপুর মোড়ে স্থানীয় এলাকাবাসি মানববন্ধন কর্মসূচী পালন করেছে।

মানববন্ধনে বক্তারা বলেন, পৌর এলাকার আলীনগর মোড় হতে মহাডাঙ্গা মোড় পর্যন্ত রেললাইনের পাশ দিয়ে রাস্তা রয়েছে সেই রাস্তা দিয়ে পৌর এলাকার আলীনগর, গনকা, মহাডাঙ্গা, গণকা-বিদিরপুর মহল্লার বাসিন্দারা চলাচল করে। এ রাস্তা দিয়ে তারা খুব সহজেই গন্তব্যে পৌঁছাতে পারে। এছাড়া উৎপাদিত কৃষিপণ্য এ রাস্তাটি ব্যবহার করা হয় । কিন্তু রেল কর্তৃপক্ষ হঠাৎ করে রাস্তাটি বন্ধ করার যে সিদ্ধান্ত নিয়েছে তা আত্মঘাতি। আগে বিকল্প রাস্তা নির্মাণ করার পর তা বন্ধ করুক। এমনকি চাহিদার বিপরীতে এলাকার কথা বিবেচনা করে রাস্তা প্রশস্তকরণ জরুরী হয়ে পড়েছে। তারা রেল কর্তৃপক্ষকে উদ্দেশ্য করে বলেন, হঠাৎ করে সিদ্ধান্ত নিতে পারে না। তাহলে এসব এলাকার মানুষদের যাতায়াতের জন্য কোন বিকল্প রাস্তা নেই। রাস্ত বন্ধ করে দিলে আগামিতে কঠোর কর্মসুচি দিতে বাধ্য হবে এলাকাবাসি।

প্রায় ঘন্টাব্যপী চলা এ মানবন্ধনে বক্তব্য দেন, পৌরসভার ১ নং ওয়ার্ড কাউন্সিলর ইফতেখার আহমেদ রঞ্জু, ৩ নং ওয়ার্ড কাউন্সিলর রাজু আহমেদ, সংরক্ষিত নারী কাউন্সিলর নাজনিন ফাতেমা জিনিয়া, যুবলীগ নেতা শাহনেয়াজ দুলাল, শরিফুল ইসলাম শরীফ, মোঃ দেলোয়ার হোসেন, নারী নেত্রী আদরী বেগম প্রমূখ।

শেষে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন নেতৃবৃন্দ। এদিকে রাজশাহীর পশ্চিমাঞ্চল রেলওয়ের একাধিক কর্মকর্তার সাথে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে এ বিষয়ে তাদের বক্তব্য পাওয়া যায়নি।