চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত 

Raja Babu

Raja Babu

সেপ্টেম্বর ১৯ ২০২৩, ১৭:০৯

বদিউজ্জামান রাজাবাবু। জেলা প্রতিনিধি। 
চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জে মাদক আইনে দায়ের করা মামলায় তমাল আলী (২২) নামে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১ বছর কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
সোমবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে চাঁপাইনবাবগঞ্জের সিনিয়র জেলা ও দায়রা জজ মোহা. আদীব আলী আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত তমাল আলী রাজশাহীর গোদাগাড়ীর উপজেলার আমতলী হঠাৎপাড়া এলাকার আব্দুস সাত্তারের ছেলে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী নাজমুল আজম জানান, ২০২০ সালের ১৫ অক্টোবর চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী সড়কের হরিপুরে অভিযান চালায় র‌্যাব-৫, সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল। এসময় মাদকবিরোধী অভিযানে ১ কেজি ২২৫ গ্রাম হেরোইনসহ র‍্যাবের হাতে আটক হয় তমাল আলী। এ ঘটনায় ওইদিন চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় মামলা করেন র‌্যাবের নায়েব সুবেদার দিলিপ রায়।
মামলার তদন্ত কর্মকর্তা ও চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ওবাইদুল হক ২০২০ সালের ৩১ অক্টোবর তমাল আলীকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন। দীর্ঘ সাক্ষ্যপ্রমাণ শেষে আদালত এ রায় ঘোষণা করেন।