চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে ডুবে শিশুর মৃত্যু
একুশে জার্নাল ডটকম
মার্চ ০২ ২০২২, ১১:৩৭
বদিউজ্জামান রাজাবাবু চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ধাইনগর ইউনিয়নের দক্ষিণপাড়া ঘাট এলাকায় মঙ্গলবার মহানন্দা নদীতে ডুবে মোবারক হোসেন সায়েদ (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
নিহত শিশু একই ইউনিয়নের রানীনগর নামোপাড়া গ্রামের জামাল উদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানায়, শিশু সায়েদ নানা বাড়ি বেড়াতে গিয়ে দুপুরে নানার সঙ্গে মহাননন্দা নদীতে গোসল করতে নামে। এক পর্যায়ে নানা উঠে এলেও নাতি ডুবে যায়। পরে অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে শিবগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে খবর দেয়। দুপুরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে।
উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাব অফিসার সিরাজ উদ্দিন জানান, সেখানে পানির গভীরতা বেশি থাকায় রাজশাহী ডুবরি দলকে খবর দেয়া হয়। খবর পেয়ে রাজশাহী থেকে ডুবরি দল বিকেল সোয়া ৪টার দিকে এসে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে সোয়া ৫টার দিকে শিশু সায়েদের মরদেহ উদ্ধার করে। এঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।