চাঁপাইনবাবগঞ্জে মডেল প্রেসক্লাবের পক্ষ থেকে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন 

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

ফেব্রুয়ারি ২১ ২০২২, ১৫:৩৪

বদিউজ্জামান রাজাবাবু চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ সুনামধন্য সাংবাদিক সংগঠন মডেল প্রেসক্লাব শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। সোমবার ২১শে ফেব্রুয়ারীর প্রথম প্রহরে রাত ১২টা পর মডেল প্রেসক্লাবের সভাপতি মোঃ আখতারুজ্জামান ও সাধারণ সম্পাদক মোঃ বদিউজ্জামান রাজাবাবু নেতৃত্বে শ্রদ্ধা জানানো হয়।

রাত ১২.০১ মিনিটে জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপার ভাষা শহিদদের শ্রদ্ধা নিবেদনের পর বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজের শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

এ সময় আরো উপস্থিত ছিলেন মডেল প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মোঃ আলেক উদ্দীন দেওয়ান, তথ্য ও প্রচার সম্পাদক মোঃ সফিকুল ইসলাম, সাবেক সহ সভাপতি মোঃ জমশেদ আলী, এস এম শাখাওয়াত জামিল দোলন, সোহেল রানা, মশিউর রহমান, সাইদুর রহমান ও মুকুল আলী প্রমুখ।

সামাজিক দূরত্ব বজায় রেখে ও যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করে প্রতিটি সংগঠন বা প্রতিষ্ঠানের পক্ষ থেকে সর্বোচ্চ পাঁচজন প্রতিনিধি ও ব্যক্তি পর্যায়ে একসঙ্গে সর্বোচ্চ দুজন শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।