চাঁপাইনবাবগঞ্জে ভুমি সেবা সপ্তাহের উদ্বোধন
Raja Babu
মে ২২ ২০২৩, ১৯:৫১

বদিউজ্জামান রাজাবাবু, জেলা প্রতিনিধি। চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন সদর উপজেলা ভূমি অফিস প্রঙ্গনে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে ভুমি সেবা সপ্তাহের উদ্বোধন করেন।
সোমবার (২২মে) সকাল ১০ টায় সদর উপজেলা ভুমি অফিসের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মো. রওশন আলী’র সভাপতিত্বে ‘ভূমি সেবা সপ্তাহ’ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন, বিশেষ অতিথি ছিলেন, জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ রুহুল আমিন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আনিসুর রহমান, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. মোজাহার আলী প্রামানিক, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুস সামাদ।
এসময় সেবাগ্রহীতাদের মাঝে জমির কাগজপত্র ও ৯ জনের মাঝে ভূমি অধিগ্রহণের ২ কোটি ৬৬ লাখ ৭০ হাকার ৭৫১ টাকার চেক বিতরন করেন জেলা প্রশাসক।