চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব ‘মা’ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত 

Raja Babu

Raja Babu

মে ১৪ ২০২৩, ২৩:১৮

বদিউজ্জামান রাজাবাবু। জেলা প্রতিনিধি। চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব ‘মা’ দিবস উপলক্ষে  আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৪ মে) বিকাল ৩.৩০ মিনিটে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব-উল-ইসলামের সভাপতিত্বে এবং চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর এই সভার আয়োজনে
আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা প্রশাসক একেএম গালিভ খাঁন, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক সাহিদা খাতুন, প্যানেল মেয়র নাজনিন ফাতেমা জিনিয়া, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাসরিন আখতার, শিশু বিষয়ক কর্মকর্তা শফিকুল আলম, বীর মুক্তিযোদ্ধা এ্যাড. আব্দুস সামাদ, মহিলা সংস্থার চেয়ারম্যান এ্যাড. ইয়াসমিন সুলতানা রুমা।
সভায় মা দিবসে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন বক্তারা।