চাঁপাইনবাবগঞ্জে বিজয়ের ৫০ বছর পূর্তিতে একযোগে ৫০ হাজার পতাকা উত্তোলন
একুশে জার্নাল ডটকম
ডিসেম্বর ১৬ ২০২১, ২০:১৬

বদিউজ্জামান রাজাবাবু চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি: মহান বিজয়ের সুবর্ণজয়ন্তী মুজিববর্ষের শপথ গ্রহণ অনুষ্ঠিত। জেলা প্রশাসন আয়োজনে ৫০ হাজার জাতীয় লাল সবুজের পতাকা প্রদর্শন করার পরে, সকলে শপথ গ্রহণ করেন ডা.আ.আ.ম. মেসবাহুল হক (বাচ্চু ডাক্তার) নতুন স্টেডিয়া
গত ৫০ বছরে নানা প্রতিকূলতা পেরিয়ে বাংলাদেশ আজ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সুদক্ষ নেতৃত্বে সারা পৃথিবীতে সুউচ্চ মর্যাদা আসিত, আজ বাংলাদেশ জাতীয় সংসদ দক্ষিণ প্লাজার মঞ্চ থেকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুবর্ণজয়ন্তী ও মুজিব বর্ষের শপথ অনুষ্ঠানে বাংলাদেশের ৮টি বিভাগীয় শহরসহ বিভিন্ন প্রান্তে সমাবেত সর্বস্তরের জনগণ এবং দেশবাসীর সঙ্গে নিয়ে শপথ বাক্য পাঠ করেন, দেশবাসি মাননীয় প্রধানমন্ত্রী সঙ্গে কণ্ঠ মিলিয়ে আগামীদিনের সমৃদ্ধ বাংলাদেশ গড়ার অঙ্গীকার করে
শপথ বাক্য হচ্ছেঃ- জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে, পাকিস্তানী শাসকদের শোষণ ও বঞ্চনার বিরুদ্ধে, এক রক্তক্ষয়ী মুক্তি সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে। বিশ্বের বুকে বাঙালি জাতি প্রতিষ্ঠা করেছে তার স্বতন্ত্র জাতি সত্তা। আজ স্বাধীনতার সুবর্ণজয়ন্তী, এবং মুজিববর্ষের বিজয় দিবসে। দীপ্ত কণ্ঠে শপথ করছি যে, শহীদের রক্ত বৃথা যেতে দেব না। দেশকে ভালোবাসবো, দেশের মানুষের সার্বিক কল্যাণে, সর্বশক্তি নিয়োগ করব। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে, উন্নত সমৃদ্ধ ও অসাম্প্রদায়িক চেতনার সোনার বাংলা গড়ে তুলবো, মহান সৃষ্টিকর্তা আমাদের সহায় হ
শপথ গ্রহণ অনুষ্ঠানে অথিতি হিসেবে উপস্থিত ছিলেন মেয়র আলহাজ্ব মোখলেছুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব আব্দুল ওদুদ বিশ্বাস সাবেক এমপি, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রুহুল আমিন প্রমুখসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতা-কর্মী এবং সর্বস্তরের জনগণ।