চাঁপাইনবাবগঞ্জে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

জানুয়ারি ১০ ২০২২, ১৬:৫৮

বদিউজ্জামান রাজাবাবু, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি: ১৯৭২ সালের ৮জানুয়ারি পাকিস্তানের কারাগারে নয় মাসের বন্দীদশা থেকে মুক্ত হয়ে ১০ জানুয়ারি সদ্য স্বাধীন(১৯৭১) বাংলাদেশের মাটিতে পা রাখেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

দিবসটি উপলক্ষে জেলা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলো বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে।

সকাল ৯ টায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় সংগীতের সাথে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং র‍্যালী সহকারে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মুজিব চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ।

এ সময় সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ, সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রুহুল আমিন। সমাবেশ শেষে বঙ্গবন্ধু সহ মুক্তিযুদ্ধে নিহত সকল শহীদদের আত্মার মাগফেরাত,দেশ ও জাতির মঙ্গল কামনা করে মোনাজাত পরিচালনা করেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রুহুল আমিন।

এছাড়া সেখানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ডাঃ গোলাম রাব্বানী,

জেলা আওয়ামী লীগের সদস্য ও পৌর মেয়র মোঃ মোখলেসুর রহমান,যুগ্ম সম্পাদক অধ্যাপক শরিফুল আলম,জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সাকিনা খাতুন পারুল,পৌর আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ আব্দুল জলিল,

সম্পাদক কৃষিবিদ রোকনুজ্জামান রোকন,জেলা আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক মনিরুল ইসলাম,জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল আওয়াল গণি,সম্পাদক ফাইজার রহমান কনক,জেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক ডাঃ সাঈফ জামান আনন্দ সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।