চাঁপাইনবাবগঞ্জে নতুন করে ৫৩ জনের করোনা শনাক্ত
একুশে জার্নাল ডটকম
ফেব্রুয়ারি ০৯ ২০২২, ১৮:১৪
বদিউজ্জামান রাজাবাবু,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে নতুন করে আরো ৫৩ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছেন। নতুন করে ৫৩ জন আক্রান্তে মধ্যে বেশিরভাগ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বাসিন্দা। এই ৫৩ জনের মধ্যে ৪৬ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার, ৪ জন শিবগঞ্জ উপজেলার, ২জন গোমস্তাপুর উপজেলার ও ১জন নাচোল উপজেলার বাসিন্দা।
আরও পড়ুন::করোনাভাইরাস: দেশে আরও ৩৩ জনের মৃত্যু
এদিকে করোনার তৃতীয় ঢেউয়ে নতুন করে আক্রান্তের যে হার তাতে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চিত্র উদ্বেগজনক।
চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন ডা. এস.এম. মাহমুদুর রশিদ জানান, মঙ্গলবার রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আরটি পিসিআর ১১৬ টি নমুনা পরীক্ষায় ৩৪ জনের দেহে করোনা শনাক্ত হয়। একই দিন জেলায় ৭৮ জনের র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করে ১৯ জন শনাক্ত হন।
তিনি আরো জানান, ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের করোনা ওয়ার্ডে ১৪ জন রোগী ভর্তি রয়েছেন। আর নতুন করে ৩৮ জন সুস্থ হয়েছে। জেলায় বর্তমানে রোগী সংখ্যা ৫১৮ জন। বাকিরা বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন বলে জানান সিভিল সার্জন ডা. এস.এম. মাহমুদুর রশিদ।