চাঁপাইনবাবগঞ্জে ডিবি পুলিশের অভিযানে জালনোট, ইয়াবা, ফেনসিডিলসহ গ্রেপ্তার ৪
একুশে জার্নাল ডটকম
সেপ্টেম্বর ১৬ ২০২০, ১২:৩৫
বদিউজ্জামান রাজাবাবু, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের বিভিন্নস্থানে মাদকবিরোধী অভিযান চালিয়েছে জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশ। পুলিশ সুপার এএইচএম আবদুর রকিব বিপিএম পিপিএম (বার) এর নির্দেশনায় ও গোয়েন্দা শাখার ওসি আলহাজ্ব বাবুল উদ্দিন সরদারের নেতৃত্বে এসআই আরিফ, এসআই অনুপ কুমার সরকার, এসআই আসগরসহ সঙ্গীয় ফোর্স পৃথক অভিযানগুলো চালায়।
জানা গেছে, প্রথম অভিযানে ১৪ সেপ্টেম্বর সোমবার রাত ১১ঃ৩০ ঘটিকায় চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার হাজারবিঘী চাঁদপুর গ্রাম থেকে ৩৮৮(তিনশত অষ্টাশি) পিস ইয়াবাসহ সুমন আলিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেফতারকৃত আসামি শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের সাহেবনগর গ্রামের আরজেদ আলির ছেলে।