চাঁপাইনবাবগঞ্জে ডিজিটাল উদ্যোক্তাদের ‘আম মেলা’ উদ্বোধন করলেন আইসিটি প্রতিমন্ত্রী

Raja Babu

Raja Babu

জুন ০৩ ২০২৩, ১৮:৩০

বদিউজ্জামান রাজাবাবু। জেলা প্রতিনিধি। চাঁপাইনবাবগঞ্জ : চলতি মৌসুমে অনলেইনে ৫ কোটি টাকার আম বিক্রির লক্ষ্যমাত্রা নিয়ে আমের রাজধানীখ্যাত চাঁপাইনবাবগঞ্জে শুরু হলো ‘আম মেলা’।

শনিবার (৩ জুন) সকাল ১০.৩০ মিনিটে চাঁপাইনবাবগঞ্জ টাউন ক্লাবে নিজের বলার মতো গল্প ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠিত উদ্যোক্তা সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে মেলার উদ্বোধন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি।

এসময় তিনি স্থানীয় পণ্যের ব্র্যান্ডিং, দক্ষতা উন্নয়ন, নতুন প্রযুক্তির ব্যবহার এবং সৃজনশীলতা কাজে লাগিয়ে উদ্যোক্তা জীবনকে দেশ ও বিদেশে প্রতিষ্ঠিত করার আহ্বান জানান।

অনুষ্ঠানের শুরুতেই উদ্যোক্তারা নিজেদের সফলতা ও সংগ্রামের গল্প তুলে ধরেন।

এসময় মেলায় অংশ নেয়া উদ্যোক্তাদেরর মধ্যে ২০ নারী উদ্যোক্তাকে আগামী এক মাসের মধ্যে ৫০ হাজার টাকা করে অনুদান দেয়ার পাশাপাশি চারটি সুখবর দেন প্রতিমন্ত্রী।

অনুষ্ঠানে নিজের বলার মতো গল্প ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট ইকবাল বাহার জাহিদ জানান, গত বছর চাপাইনবাবগঞ্জে আম মেলা থেকে আড়াই কোটি টাকার আম বিক্রি হয়েছে। আর আগামী বছরের আম মেলা হবে নাটোরে।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ আব্দুল ওদুদ বিশ্বাস, চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ ডাঃ সামিল উদ্দিন আহমেদ শিমুল, সংরক্ষিত মহিলা আসনের সাংসদ ফেরদৌসী ইসলাম জেসি, চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রুহুল আমিন এবং জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন ও জেলা পুলিশ সুপার এ এইচ এম আবদুর রকিব।

এছাড়াও উপস্থিত ছিলেন আইএসপিএবি সভাপতি ইমদাদুল হক, চালডাল সিইও জিয়া আশরাফ, নারী উদ্যোক্ত জারা জাবিন মাহবুব, এটু আই ই-কমার্স লিড রেজওয়ানুল হক জামি প্রমুখ উপস্থিত ছিলেন।