চাঁপাইনবাবগঞ্জে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
একুশে জার্নাল ডটকম
অক্টোবর ৩০ ২০২০, ০০:২১
বদিউজ্জামান রাজাবাবু, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের হরিপুরে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাদশা (৪৬) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছে।
২৯ অক্টোবর বৃহস্পতিবার বিকেল ৫ টার দিকে পৌর এলাকার হরিপুর মোড়ে এ ঘটনা ঘটে। ঘাতক ট্রাকটি দ্রুত পালিয়ে যেতে সক্ষম হয়।
নিহত বাদশা চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আমনুরার মৃত মন্টু চৌধুরীর ছেলে।
সদর মডেল থানার অফিসার ইনচার্জ ওসি অপারেশন মো. মিন্টু রহমান জানান, সোনামসজিদ থেকে ছেড়ে আসা একটি পণ্য বোঝায় ট্রাক চাঁপাইনবাবগঞ্জ অভিমুখী মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত বাদশাকে সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু নিশ্চিত করেন।
ঘাতক ট্রাক ও চালককে ধরতে পুলিশ কাজ করছে বলেও জানান, ওসি অপারেশন মিন্টু রহমান।