চাঁপাইনবাবগঞ্জে জাতীয় শোক দিবসে বিজিবি’র খাদ্য সামগ্রী বিতরণ
একুশে জার্নাল ডটকম
আগস্ট ১৫ ২০২১, ১৭:৪০

বদিউজ্জামান রাজাবাবু, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে হতদরিদ্র ও দুঃস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন ৫৩ বিজিবি।
আজ রবিবার বেলা সাড়ে ১১টার সময় বিউগল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্বাস্থ্যবিধি মেনে ১১০জনের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন ৫৩বিজিবি’র পরিচালক অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ সুরুজ মিয়া, পিএসসি.এসি।
এসময় সহকারি পরিচালক মাহফুজুর রহমানসহ ব্যাটালিয়নের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
খাদ্য সামগ্রীর মধ্যে ছিল, চাল, ডাল, তেল, চিনি, আলু, লবণ ও একটি করে সাবান।