চাঁপাইনবাবগঞ্জে জাতীয় ভোটাধিকার দিবস পালিত
একুশে জার্নাল ডটকম
মার্চ ০২ ২০২২, ১৮:২১
বদিউজ্জামান রাজাবাবু, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে সারা দেশের ন্যায় চতুর্থবারের মতো পালিত হয়েছে জাতীয় ভোটাধিকার দিবস। দিবসটির প্রতিপাদ্য ‘মুজিব বর্ষের অঙ্গীকার, রক্ষা করবো ভোটাধিকার’।
বুধবার ২ মার্চ সকালে সাড়ে ৯টার দিকে জেলা প্রশাসক এবং জেলা নির্বাচন অফিস আয়োজিত দিবসটি জেলা প্রশাসকের হল রুমে অনুষ্ঠিত হয়।
চাঁপাইনবাবগঞ্জ জেলা নির্বাচন অফিসার জনাব মোঃ মোতাওয়াক্কিল রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা প্রশাসক জনাব এ. কে. এম গালিভ খান। এ সময় আরও বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের (ভারপ্রাপ্ত) সভাপতি নাহিদ সিকদার এবং জেলা উপজেলা নির্বাচন অফিসের কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন।
দেশের সকল নাগরিকের ভোটার হওয়ার অধিকার রয়েছে। ১৮ বছর হওয়া মাত্রই সকলের ভোটার হওয়া উচিত। ভোটার হওয়ার মাধ্যমে রাষ্ট্রের সকল সুযোগ সুবিধা ভোগ করা যায়। আমরা ভোটাধিকার রক্ষার জন্য দায়িত্ব পালন করছি। বাংলাদেশ সরকার ভোটাধিকার রক্ষায় নানান কর্মসূচি গ্রহণ করেছেন। জনকল্যাণমুখী রাষ্ট্র গঠনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন, প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক এ. কে. এম গালিব খান এসব কথা বলেন।