চাঁপাইনবাবগঞ্জে জাতীয় পাট দিবস পালিত

একুশে জার্নাল

একুশে জার্নাল

মার্চ ০৬ ২০২২, ১৮:৪৩

বদিউজ্জামান রাজাবাবু, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:

“সোনালী আশেঁর সোনার দেশ পরিবেশবান্ধব বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে জাতীয় পাট দিবস পালিত হয়েছে।
আজ রোববার সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের আয়োজনে দিবসটি উপলক্ষে বের করা হয় একটি র‌্যালি। পরে জেলা প্রশাসকের সম্মেলন
কক্ষে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা।

চাঁপাইনবাবগঞ্জ জেলা পাট অধিদপ্তরের পাট উন্নয়ন কর্মকর্তা কৃষিবীদ অজিত কুমার রায়ের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন
অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট দেবেন্দ্র নাথ ওরাঁও।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবীদ মোঃ নজরুল
ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কৃষিবিদ রোকনুজ্জামান রোকন, চেম্বার অব কর্মাসের পরিচালক শহিদুল ইসলাম শহীদ
প্রমুখ।

এ সময় বক্তারা, দিবসটির প্রতিপাদ্য নিয়ে আলোচনা করেন এবং পরিবেশবান্ধর পাটের বস্তা এবং পাট জাতীয় পণ্য ব্যবহার করে দেশকে সমৃদ্ধ করার আহবান জানান।