চাঁপাইনবাবগঞ্জে ছাত্র শিক্ষক পেশাজীবি সংগ্রাম পরিষদের ৪ দফা দাবিতে মানববন্ধন

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

সেপ্টেম্বর ১৫ ২০২১, ১৮:২৪

বদিউজ্জামান রাজাবাবু চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি: বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবি সংগ্রাম পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা কমিটি ৪ দফা দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেন

আন্তর্জাতিক মানের ৪ বছর মেয়াদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষাকোর্স ৩ বছরে রূপান্তরে অযৌক্তিক ও আত্মঘাতী উদ্যোগ বন্ধ ও বিএনবিসি ২০২০ এর জনস্বার্থবিরোধী সংজ্ঞা ও ধারা উপধারা শংশোধন, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষার সীমাহীন সংকটের সমাধান ও ছাত্র-শিক্ষক পেশাজীবীদের পেশাগত সমস্যা সমাধানে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি ও নির্দেশিত ৪ দফা বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেন জেলা প্রশাসক কাছে।

উল্লেখ্য চার দফা দাবিসমূহঃ-

একাধিক জাতীয় কমিটির সুপারিশের ভিত্তিতে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক অনুমোদিত চলমান ৪ বছর মেয়াদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষাকার্সকে হ্রাস করে ৩ বছরে রূপান্তরে শিক্ষা মন্ত্রণালয়ের অযোক্তিক ও আত্মঘাতি উদ্যোগ বন্ধ করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা ও আন্তঃমন্ত্রণালয় কমিটির সুপারিশের আলােকে বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড ( বিএনবিসি ) ২০২০ ও ঢাকা ইমারত নির্মাণ বিধিমালা ২০০৮ এর জনস্বার্থবিরােধী সংজ্ঞা ও ধারা উপধারা সংশোধনপূর্বক গেজেট প্রকাশ করতে হবে।

মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি ও নির্দেশিত ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের স্পেশাল ইনক্রিমেন্ট প্রদান, পদোন্নতির কোটা ৫০% এ উন্নীতকরণ, সরকারি, আধা সরকারি, স্বায়ত্বশাসিত সংস্থা, পেট্রোবাংলা ও বিদ্যুৎ বিভাগের বিভিন্ন কোম্পানিতে ইঞ্জিনিয়ারিং টীম কনসেপ্ট অনুযায়ী অর্গানােগ্রাম প্রণয়ন, বিদ্যুৎ কোম্পানিসমূহে জ্যেষ্ঠতার ভিত্তিতে পদোন্নতি প্রদান এবং প্রাইভেট সেক্টরে কর্মরত ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ন্যূনতম বেতন ও পদবী নির্ধারণ করতে হবে

পলিটেকনিক ও টিএসসিতে শিক্ষক স্বল্পতা শ্রেণিকক্ষ, ল্যাব, ওয়ার্কসপ সংকটের সমাধানসহ পলিটেকনিক ও টিএসসির শিক্ষকদের পদোন্নতি ও দ্বিতীয় শিফটের সম্মানি ভাতা প্রদান, STEP শিক্ষকদের নিয়মিতকরণ ও বেতন ভাতা প্রদান, শিক্ষার্থীদের বৃত্তি ও ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ভাতা বৃদ্ধি এবং ২৯ টি ইমার্জিং টেকনােলজির বেকার ডিপ্লোমা গ্র্যাজুয়েটদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে ।

সাদেকুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত সদস্য প্রকৌশলীদের মধ্যে বক্তব্য রাখেন জনাব মােঃ মেহদী খান আহবায়ক জনাব মোঃ ফিরােজ হােসেন সদস্য সচিব, মােঃ শফিকুল ইসলাম, যুগ্ন-আহবায়ক বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা, মােঃ সাদেকুল ইসলাম সভাপতি আইডিইবি, জেনিক, চাঁপাইনবাবগঞ্জ, সত্যজিৎ রায়, সাধারণ সম্পাদক মােঃ মাহবুবুর রহমান (বাচ্চু) সহ ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা কমিটির অনন্য নেতৃবৃন্দ।