চাঁপাইনবাবগঞ্জে গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যা
একুশে জার্নাল ডটকম
জানুয়ারি ৩১ ২০২২, ১৬:১৩

বদিউজ্জামান রাজাবাবু চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার গুলবাগ, নতুন পাড়া এলাকায় শাহিন আলী তার স্ত্রী শামীমা খাতুন সাথীকে পারিবারিক কলহের জেরে শ্বাসরোধ করে হত্যা করেন।
শাহিন আলী তার স্ত্রীকে নিয়ে মোঃ সাইফুল ইসলাম মাসুদ এর বাসায় গত তিনদিন আগে ভাড়া নেন।
৩০শে জানুয়ারী রাত ১১.১৫ মিনিটে ঝগড়াঝাটি এক পর্যায়ে কালো রংয়ের ওড়না দিয়ে শ্বাসরোধ করে স্ত্রীকে হত্যা করেন শাহিন।
নিহত শামীমা খাতুন সাথী (২৩) দিনাজপুর জেলার পারবর্তীপুর উপজেলার পুরাতন বাজার রেল কলোনির মৃত শহিদুল হকের মেয়ে ঘাতক মোঃ শাহীন আলী(২৩), চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের চরপাকা গ্রামের মোঃ বাবুল হক ছেলে।
৯৯৯ এর মাধ্যমে জানতে পেরে সদর থানার অফিসার ইন-চার্জ (ওসি) মোঃ মোজাফফর হোসেন,পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) মোঃ মাহফুজুল হক চৌধুরী পিপিএম এবং এসআই মোঃ সুজন খান দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ও আসামীকে গ্রেফতার করেন।
এই প্রতিবেদন তৈরী পর্যন্ত লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের নিকট হস্তান্তর করা হবে এবং এই বিষয়ে সদর মডেল থানায় নিহতের ভাই সেলিম বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন বলে জানান ওসি মোঃ মোজাফফর হোসেন।