চাঁপাইনবাবগঞ্জে ক্লুলেস মামলার আসামী গ্রেফতার

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

মে ১৬ ২০২০, ০৫:১২

বদিউজ্জামান রাজাবাবু:

চাঁপাইনবাবগঞ্জে ক্লুলেস মামলার ২ আসামীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। শুক্রবার (১৫ মে) দুপুরে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত কিশোররা হল- জেলার শিবগঞ্জ উপজেলার সাবেক লাভাঙ্গা গ্রামের সাইদুলের ছেলে আকবর (২০) ও একই গ্রামের রাজ্জাকের ছেলে তুষার (১৮)।

জেলা গোয়েন্দা পুলিশের চৌকষ উপ-পরিদর্শক আবু আব্দুল্লাহ জাহিদ পিপিএম জানান, ১১ মে শিবগঞ্জ উপজেলার রানিহাটির সাবেক লাভাঙ্গা গ্রামের নবম শ্রেণির ছাত্র নাজিম আলী (১৫) তারাবির নামাজ পড়ার জন্য বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়। পুলিশ সুপার এএইচএম আব্দুর রকিব পিপিএম, বিপিএম এর নির্দেশনায় এবং এএসপি (সার্কেল) ইকবাল হোসাইনের নেতৃত্বে ছাত্র নাজিমকে উদ্ধারে তৎপর হয় জেলা গোয়েন্দা পুলিশ। তদন্তে ওই ২ জনকে শুক্রবার দুপুরে গ্রেফতার করে।

জাহিদ জানান, শুক্রবার দুপুরে (আসামীদের দেখানো) সাবেক লাভাঙ্গা গ্রামের পাশের গহীন আম বাগান হতে মাটিচাপা অবস্থায় ছাত্র নাজিমের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়।

তিনি জানান, প্রায় পনের দিন পূর্বে গ্রামে গুলি খেলা (মার্বেল) নিয়ে তাদের মধ্যে ঝগড়া হয়। সেই রাগে আকবর ও তুষার পরিকল্পিতভাবে নাজিমকে হত্যা করে মাটিচাপা দেয়।

আকবরের হেফাজত থেকে ভিকটিমের ব্যবহৃত মোবাইল, সিম ও হত্যায় ব্যবহৃত কোদাল উদ্ধার করে জেলা গোয়েন্দা পুলিশ।