চাঁপাইনবাবগঞ্জে কমিউনিটি পুলিশিং ডে-২০২১ অনুষ্ঠিত

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

অক্টোবর ৩০ ২০২১, ১৭:৪০

বদিউজ্জামান রাজাবাবু চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি: ‘মুজিব বর্ষের পুলিশ নীতি’ জনসেবা আর সম্প্রীতি’ এই প্রতিপাদ্যে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জ জেলা কমিউনিটি পুলিশং ডে ২০২১ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ৩০শে অক্টোবর সকাল ১১ টায় জেলা পুলিশ সুপারের আয়োজনে র‍্যালী বের হয়ে পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

অতিরিক্ত পুলিশ সুপার এস. এ.এম ফজলে-ই-খদার উপস্থাপনায় স্বাগত বক্তব্য রাখেন জনাব আতাউল রহমান অতিরিক্ত পুলিশ সুপার এবং পুলিশ সুপার জনাব এ এইচ এম আবদুর রকব বিপিএম পিপিএম (বার) এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম- সাধারণ সম্পাদক জনাব ডা. শামিল উদ্দিন আহমেদ শিমুল এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জনাব দেবেন্দ্র নাথ উরাঁও, শংকর কুমার কুন্ডু অধ্যক্ষ নবাবগঞ্জ সরকারি কলেজ, জনাব আলহাজ্ব রুহুল আমিন সহ-সভাপতি জেলা আওয়ামী লীগ চাঁপাইনবাবগঞ্জ, ডা. গোলাম রাব্বানী সহ-সভাপতি জেলা আওয়ামী লীগ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সদর মডেলন থানার অফিসার ইনচার্জ জানব মোজাফফর হোসেন, তদন্ত (ওসি) মাহফুজুল রহমান চৌধুরী অপারেশন (ওসি) মিন্টু রহমান, এসআই জিয়াউর রহমান, ফয়সাল, আফজাল, আঃ সালামসহ অনেকে।

উল্লেখ্য বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে আইজিপি স্যারের পাঠানো শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং সদস্য এবং নবনির্বাচিত সদস্য সচিব আলহাজ্ব মোখলেছুর রহমানের হাতে সম্মাননা ক্রেচ প্রদান করেন এবং ভাল কাজের জন্য কমিউনিটি পুলিশিং ডে ২০২১ উপলক্ষে সদর থানা এস আই জনাব মোঃ ফয়সাল আহমেদের হাতে সেরা সম্মাননা তুলে দেন জেলা পুলিশ সুপার আবদুর রকিব বিপিএম পিপিএম বার।

জনাব আবদুর রকিব সমাপনী বক্তব্যে তিনি বলেন সেখানে আমাদের দেশে প্রতি ৮০০ জনের সেবায় একজন পুলিশ কাজ করছে। এজন্য পুলিশি সেবায় জনগণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।