চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালিত

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

মার্চ ০৮ ২০২২, ১৮:২৪

বদিউজ্জামান রাজাবাবু,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়েছে। অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ

জাকিউল ইসলাম এর সভাপতিত্বে ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবসের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ কে এম গালিভ খান, জেলা প্রশাসক, চাঁপাইনবাবগঞ্জ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ এইচ এম আবদুর রকিব, বিপিএম, পিপিএম (বার) পুলিশ সুপার, চাঁপাইনবাবগঞ্জ, ডাঃ এস এম মাহমুদুর রশিদ, সিভিল সার্জন, চাঁপাইনবাবগঞ্জ, মোসাঃ মনোয়ারা খাতুন , অধ্যক্ষ, নবাবগঞ্জ সরকারি মহিলা কলেজ, মোসাঃ সাহিদা আক্তার, উপ-পরিচালক, মহিলা বিষয়ক অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ।

এছাড়া নারীর অধিকার রক্ষায় বিশ্বব্যাপী সমতাভিত্তিক সমাজ-রাষ্ট্র গড়ার লক্ষ্যে প্রতিবছর এই দিনে দিবসটি উদযাপন করা হয়। জাতিসংঘ ২০২২ সালের নারী দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করেছে ‘নারীর সুস্বাস্থ্য ও জাগরণ’ এই মূল প্রতিপাদ্যের আলোকে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় এ বছর আন্তর্জাতিক নারী দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করেছে- ‘টেকসই আগামীর জন্য, জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য।