চাঁপাইনবাবগঞ্জে অটোরাইস মিলে আটকিয়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

সেপ্টেম্বর ০৩ ২০২১, ২১:১০

বদিউজ্জামান রাজাবাবু, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে রাজু (৩০) নামে এক অটোরাইস মিলের শ্রমিক কর্মরত অবস্থায় যন্ত্রপাতিতে আটকে নিহত হয়েছে।

নিহত রাজু হচ্ছে সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আতাহার বুলনপুর গ্রামের রাসেল আলীর ছেলে।

ঘটনাটি ঘটেছে আজ শুক্রবার সকাল পৌনে ৯টার দিকে সদর উপজেলার নয়া নগর আতাহার এলাকার ব্রাদার্স অটো রাইস মিলে।

স্থানীয়রা জানায়, সকালে রাজু অটো রাইসমিলে গেলে অন্য একজন মিল চালু করে দেয়। এসময় রাজু মিলের যন্ত্রে আটকে ক্ষত-বিক্ষত হলে তাকে সদর হাসপাতালে নেয়া হয়। এসময় সে মারা যায়।

সদর মডেল থানার ওসি মোঃ মোজাফ্ফর হোসেন বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।