চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ট্রাকের ধাক্কায় সাইকেল আরোহী নিহত
একুশে জার্নাল ডটকম
ফেব্রুয়ারি ০৪ ২০২২, ১০:৩২
বদিউজ্জামান রাজাবাবু, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ছত্রাইজপুরে ট্রাকের ধাক্কায় খাইরুল ইসলাম (৫০) নামে এক সাইকেল আরোহী নিহত হয়েছেন।
৩ ফেব্রুয়ারী বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের ছত্রাজিতপুর এলাকার ফুলতলা বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত খাইরুল উপজেলার রানিহাটি বাজার এলাকার বাসিন্দা।
স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার বিকেলে ছত্রাজিতপুর বাজার থেকে সাইকেল যোগে রানিহাটি নিজ বাড়িতে যাচ্ছিলেন খাইরুল ইসলাম।
এ সময় পেছন থেকে একটি ট্রাক তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। শিবগঞ্জ থানার ওসি ফরিদ হোসেন একুশে জার্নালকে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ট্রাকটি আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। তবে চালক ও সহকারি পালিয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।