চাঁপাইনবাবগঞ্জের র্যাবের হাতে ১২৩ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার ১
একুশে জার্নাল ডটকম
মার্চ ০৪ ২০২২, ০০:৩৯
বদিউজ্জামান রাজাবাবু চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের ভাগ্যবানপুর গাইনপাড়া ঈদগাঁহের পাশে ১২৩ বোতল ফেনসিডিলসহ রিপন নামে ১ ব্যক্তিকে গ্রেফতার করেছে র্যাব-৫।
গ্রেফতারকৃত আসামী হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের ভাগ্যবানপুর গাইনপাড়ার মোছা. নারগীস বেগম ও মো. আকবর আলীর ছেলে মো. রিপন আলী (৩৫)।
জানাগেছে, গোপন সংবাদ এর ভিত্তিতে র্যাব পাঁচ এর চাঁপাইনবাবগঞ্জে দায়িত্বপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক লে. কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির’র নেতৃত্বে সঙ্গীয় ফোর্স ৩ মার্চ বৃহস্পতিবার দুপুর ২ টার দিকে অভিযান টি পরিচালনা করে।
ফেনসিডিল ছাড়াও নগদ ১ হাজার ৫০০ টাকাসহ অন্যান্য সামগ্রী জব্দ করে র্যাব। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী রিপন দীর্ঘদিন যাবৎ অভিনব কায়দায় আমদানী নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিল অবৈধভাবে সংগ্রহ করে এবং স্থানীয়ভাবে বিক্রি করার কথা স্বীকার করে।
এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় একটি মামলা রুজু করা হয়েছে।
উল্লেখ্য, র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) নিয়মিত জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, মাদক, অস্ত্রধারী অপরাধী, পর্নোগ্রাফি, ভেজাল পণ্য, ছিনতাইকারীসহ মাদকসেবীর বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে। এসব চলমান থাকবে বলেও র্যাব জানিয়েছে।