চাঁপাইনবাবগঞ্জের অবৈধ মজুদ রোধ মনিটরিং বিষয়ক সভা অনুষ্ঠিত 

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

ফেব্রুয়ারি ১৪ ২০২২, ১৯:২৮

বদিউজ্জামান রাজাবাবু চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক ও খাদ্য বিভাগ আয়োজিত অবৈধ মজুদ রোধে করণীয় ও বাজার মনিটরিং জোরদার সভা অনুষ্ঠিত।

সোমবার ১৪ ফেব্রুয়ারী বিকেল ৪টায় জেলা প্রশাসক এর সম্মেলন কক্ষে চাঁপাইনবাবগঞ্জের নতাগত জেলা প্রশাসক এ কে এম গালিভ খান এর সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দেবেন্দ্রনাথ উরাঁও, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাকিউল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি ) আহমেদ মাহবুব উল ইসলাম, রেভিনিউ ডেপুটি কালেক্টর (আরডিসি )আনিসুর রহমান এবং ব্যবসায়ীদের মদ্ধে উপস্থিত ছিলেন এরফান গ্রুপের চেয়ারম্যান মোঃ এরফান আলী, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র ও জোসনারা অটো রাইস মিলের কর্ণধার মোঃ মোখলেছুর রহমান, মিনার গ্রুপের চেয়ারম্যান মোঃ তরিকুল ইসলাম (টি ইসলাম), বাশরী অটো রাইস মিলের কর্ণধার মোঃ সামিউল হক লিটনসহ অনান্য ব্যবসায়ীবৃন্দ।