চাঁদ দেখা যায়নি, ঈদ মঙ্গলবার

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

মে ০১ ২০২২, ২০:২১

Image processed by CodeCarvings Piczard ### FREE Community Edition ### on 2018-05-29 23:39:50Z | http://piczard.com | http://codecarvings.com

১৪৪৩ হিজরি সনের শাওয়াল মাসের চাঁদ দেশের কোথাও দেখা যায়নি। মঙ্গলবার (০৩ মে) সারা দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।

রোববার (১ মে) সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

সভায় সভাপতিত্ব করেছেন ধর্ম প্রতিমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি ফরিদুল হক খান।

দেশের ৬৪ জেলা থেকেই সংবাদ এসেছে। দেশের আকাশে কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি।

রমজান হিজরি বর্ষপঞ্জির নবম মাস। এ মাস শেষে দশম মাস শাওয়াল। এই মাসের প্রথম দিনটি ঈদুল ফিতর হিসেবে পালিত হয়।