চাঁদাবাজি মামলায় আশাশুনি উপজেলা ছাত্রলীগের সভাপতি কারাগারে
একুশে জার্নাল
মার্চ ১৫ ২০২০, ২৩:৩৫
সাতক্ষীরা প্রতিনিধি: চাঁদাবাজি মামলায় সাতক্ষীরার আশাশুনি উপজেলা ছাত্রলীগের সভাপতিকে কারাগারে প্রেরণ করেছে আদালত।
আজ রবিবার সাতক্ষীরা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত- ৮ এর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাজিব রায় এ রায় প্রদান করেন। দুই পক্ষের আইনজীবির যুক্তি-তর্ক উপস্থাপনকে ভিত্তি করে এবং বাদির মামলার আইনজীবিদের প্রমাণপত্রের ভিত্তিতে বিজ্ঞ আদালত এ রায় প্রদান করেন।
চাঁদাবাজি মামলায় অপর আসামীদের জামিন বহাল রেখে মামলার ১ নং আসামি আশাশুনি সদরের স্থায়ী বাসিন্দা মো. রফিকুল ইসলাম এর ছেলে আশাশুনি উপজেলা ছাত্রলীগের সভাপতি আসমাউল হুসাইন (৩০) -কে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।
এ মামলায় জামিনে থাকা অন্য আসামীরা হলেন, আশাশুনি সদরের সেলিম রেজা (২৮) পিতা হারান সরদার, রানা (২৯) পিতা ছট্টুল সরদার, জয়নাল (২৭) পিতা আব্দুল বারী সরদার ও আল-আমিন হোসেন পিতা রফিকুল ইসলাম।