চাঁদপুরে সুধী সমাবেশে ছাত্রদের হাতে ভারতীয় পতাকা, মঞ্চে মোদি’র ছবি
একুশে জার্নাল
অক্টোবর ০৫ ২০১৮, ১১:২৯
মোঃ তানজিল,চাঁদপুর থেকে:
চাঁদপুরে একটি কলেজের নবনির্মিত ভবন উদ্বোধনী অনুষ্ঠানে মূল ব্যানারে ভারতের প্রধানমন্ত্রী নরেদ্র মোহন মোদির ছবি ও ছাত্রদের হাতে হাতে ভারতীয় পতাকা দেখে বিস্ময় ও ক্ষোভ জানিয়েছেন স্থানীয় জণসাধারণ।
আজ চাঁদপুর ফরাক্কাবাদ ডিগ্রি কলেজের নব নির্মিত মহাত্মা গান্ধী ভবন শুভ উদ্বোধনকালে এ দৃশ্যটি দেখা যায়। ভবনটি উদ্বোধন করেন ভারতীয় হাই কমিশনার শ্রী হর্ষ বর্ধন শ্রিংলা। চাঁদপুর উপজেলার বালিয়া ইউনিয়নের ফরাক্কাবাদ ডিগ্রি কলেজে তৈরি হয়েছে এই ভবনটি।
উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের ত্রান ও দুর্যোগ সম্পাদক বাবু সুজিত রায় নন্দী।
জানা যায়, এই ভবনটি তৈরি হয়েছে মুলত ভারতের গান্ধী সংস্থার পক্ষ থেকে। নতুন এই ‘গান্ধী ভবনে’ আসলে কি চর্চা হবে তা আমি এখনো জানা যায়নি।
স্থানীয়রা ক্ষোভের সাথে জানিয়েছেন, ভারতের অর্থায়নে ‘গান্ধী ভবন’ ভারতের হাই কমিশনার উদ্বোধন করবেন এটাই স্বাভাবিক। কিন্তু স্টেজের ব্যানারে ভারতীয় প্রধানমন্ত্রী মোদির বড় করে ছবি ঝুলানো, ছাত্রদের হাতে হাতে পতাকা ধরিয়ে দেওয়া দেখে বিজিপির ওই নেতার কথা মনে পড়ে ‘বাংলাদেশে দিল্লির শাসন চলবে’।
এতে কোমলমতি ছাত্রদের মনে নিজেদের মাতৃভূমি বাংলাদেশ সম্পর্কে নেতিবাচক প্রভাব পরবে বলে মনে করেন তারা।