কুমারখালীর চাঁদপুরে মানবিক ছাগলাপাড়া সংগঠনের উদ্যোগে ত্রাণ বিতরণ
একুশে জার্নাল ডটকম
এপ্রিল ২৩ ২০২০, ২১:৩৮

সাকিব আহমেদ রবি;
নভেল করোনা ভাইরাসের কারণে থমকে গিয়েছে সারাবিশ্ব, বাদ যায়নি বাংলাদেশও,যার প্রভাবে দেশে চলছে লকডাউন, আর সেই কারণে বিপাকে পড়েছে খেটে খাওয়া মানুষ,অসহায় ও অসচ্ছল পরিবারগুলো, তবে বাংলাদেশে কিছু সংখ্যক মানুষের মাঝে রয়েছে মানবতা তেমনি খেটে- খাওয়া ,দিনমজুর,অসহায় ও অসচ্ছল মানুষদের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রি তুলে দিচ্ছে বিভিন্ন সামাজিক সংগঠন। তেমনি এক সংগঠনের নাম ‘মানবিক ছাগলাপাড়া’।
২৩ এপ্রিল (বৃহস্পতিবার) কুমারখালীর চাঁদপুর ইউনিয়নের ছাগলাপাড়ায় প্রায় ২০টি পরিবারের মাঝে ১২কেজি চাউল,১কেজি ডাউল,৩কেজি আলু,১লিটার সয়াবিন তৈল,১টা সাবান,১০০ গ্রাম সরিষার তৈল সহ ১০০ করে নগদ টাকা তাদের হাতে তুলে দেন।
জানা যায়, তাদের এই কাজে এলাকার মানুষ তাদেরকে অনেক সাহায্য করেছে, যারা সাহায্যর হাত বাড়িয়ে দিয়েছে বা দিচ্ছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানায় সংগঠনের সেচ্ছাসেবকরা। তারা বলে আমাদের এলাকার অসহায় মানুষের পাশে আমরা সবসময় আছি আর আমাদের কাজও চলমান থাকবে বলে জানা যায়।
এদিকে তাদের সংগঠনের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।