চলে গেলেন খিলগাঁও শাহী মসজিদের খতিব মাও.সিদ্দিকুর রহমান( লালবাগ হুজুর)

একুশে জার্নাল

একুশে জার্নাল

জানুয়ারি ২১ ২০১৯, ০৩:৩৩

মাহমুদুল্লাহ মুহিব :

ঢাকার ঐতিহ্যবাহী খিলগাঁও শাহী মসজিদের সম্মানিত খতিব ও জামিয়া শারইয়্যাহ মালিবাগের স্বনামধন্য মুহাদ্দিস মাও. সিদ্দিকুর রহমান ( লালবাগ হুজুর) আজ ২১ জানুয়ারি সোমবার ভোরে ইন্তেকাল করেছেন।

তিনি দীর্ঘ অনেক বছর খিলগাঁও শাহী মসজিদের ইমাম ও মালিবাগ মাদরাসায় মুহাদ্দিস হিসেবে কর্মরত ছিলেন।

মরহুমের জানাযার নামাজ আজ বাদ জোহর খিলগাঁও শাহী মসজিদে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।