চলছে সংসদ অধিবেশন ; নবজাতককে ফিডার খাওয়াচ্ছেন স্পিকার
একুশে জার্নাল ডটকম
আগস্ট ২৫ ২০১৯, ১৭:৩৬
শিশুকে শান্ত করার চেয়েও পার্লামেন্টে এমপিদের নীরব রাখা নিউজিল্যান্ডের স্পিকার ভালো পারবেন বলেই মনে হচ্ছে।
দেশটির প্রতিনিধি পরিষদের স্পিকার ট্রেভর ম্যালার্ড একটি শিশুকে বোতলে করে ফিডার খাওয়াচ্ছেন বলে দৃশ্য ক্যামেরায় ধরা পড়েছে।-খবর এএফপির
বুধবার এক রাজনৈতিক সহকর্মীর এক মাস বয়সী শিশুকে তিনি শান্ত করার চেষ্টা করছিলেন। এর পর টুইটারে সেই ছবি পোস্ট করে তিনি লিখেন- আজ এক ভিআইপি আমার সঙ্গে চেয়ারে বসেছেন।
পরে সেই ছবি সামাজিকমাধ্যমে ভাইরাল হয়ে যায়। তার মতো এমন উচ্চ মর্যাদাসম্পন্ন একজন রাজনীতিবিদের এমন কাণ্ড বেশ তারিফ কুড়িয়েছে।
নিউজিল্যান্ডের লেবার পার্টির এমপি টামাটি কফির ছেলে টুটানেকেই স্মিথ-কফি বাবার সঙ্গে সেদিন পার্লামেন্টে এসেছিল।
পিতৃত্বকালীন ছুটি শেষ হওয়ার পর পার্লামেন্টে যোগ দেন টামাটি। তখন নবজাতককেও সঙ্গে করে নিয়ে আসেন। এক টুইটে তিনি বলেন, আমি শুধু তাকে ভালোবাসি।
নবজাতক শিশুটির পার্লামেন্ট দর্শনকে অন্যরাও উপভোগ করেছে। গ্রিন পার্টির রাজনীতিবিদ গারেথ হাগসেস বলেন, শিশুটির পার্লামেন্টে আসা ছিল খুবই চমৎকার। এটি খুবই সুন্দর দৃশ্য।
Normally the Speaker’s chair is only used by Presiding Officers but today a VIP took the chair with me. Congratulations @tamaticoffey and Tim on the newest member of your family. pic.twitter.com/47ViKHsKkA
— Trevor Mallard (@SpeakerTrevor) August 21, 2019



