চরফ্যাশনে বিশ্ব পরিচ্ছন্ন দিবস পালিত
একুশে জার্নাল ডটকম
সেপ্টেম্বর ১৫ ২০২১, ১৯:৫৬

চরফ্যাশন উপজেলা প্রতিনিধি: ‘আসুন বিশ্ব পরিচ্ছন্ন দিবসে শপথ গ্রহণ করি, ময়লা আবর্জনা যত্র-তত্র না ফেলি এবং ডোবা,খাল,ড্রেনে ময়লা ফেলে জলাবদ্ধতা সৃষ্টি না করি’ এমন স্লোগান নিয়ে বিশ্ব পরিচ্ছন্ন দিবস উপলক্ষে চরফ্যাশন পৌরসভার উদ্যোগে এক র্যালী অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫সেপ্টেম্বর) সকালে চরফ্যাশন পৌর ভবনের সামনে থেকে র্যালীটি বের হয়ে উপজেলা সদর প্রদক্ষিণ করে।
এসময় উপস্থিত ছিলেন,উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদিন আখন,পৌর মেয়র মোঃ মোরশেদ,প্রেস ক্লাব সভাপতি আবুল হাসেম মহাজন,পৌর কাউন্সিলর আকতারুল আলম সামু,চরফ্যাসন উপজেল্ জলবায়ু ফোরামের সভাপতি এম আবু সিদ্দিক ও পৌর কঞ্জারভেন্সী ইন্সপেক্টর সোহরাব হোসেন লিটনসহ পৌরসভার কর্মকর্তা কর্মচারি বৃন্দ। এসময় পরিচ্ছন্ন দিবস উপলক্ষে মেয়র মোঃ মোরশেদ বলেন, পর্যটকের শহর চরফ্যাশন পৌরসভাকে পরিস্কার পরিচ্ছন্ন রাখলে চরফ্যাশন হবে নান্দনিক শহর। সেই সাথে পরিস্কার পরিচ্ছন্নতার মধ্য দিয়ে পরিবেশেরও ভারসাম্য ফিরিয়ে আনতে হবে।