চরফ্যাশনে প্রধান শিক্ষক জিল্লুর রহমান তুহিন’র বিদায় সংবর্ধনা
একুশে জার্নাল ডটকম
নভেম্বর ০৯ ২০২০, ১৬:৫০
চরফ্যাশন উপজেলা প্রতিনিধি: ভোলার চরফ্যাশন উপজেলা ওমরপুর ইউনিয়ন (সাবেক আছলামপুর) ভুঁইয়ার হাট এয়াকুব মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক জিল্লুর রহমান তুহিন’র বিষাদের সুরে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে৷
সোমবার (৯ নভেম্বর) সকাল ১০টার সময় এয়াকুব মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে ছাত্র-ছাত্রী, শিক্ষক-কর্মচারী, অভিভাবক ও ম্যানেজিং কমিটির উদ্যোগে উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়৷
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি, চরফ্যাশন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মনির আহমেদ শুভ্র৷ বিশেষ অতিথি হিসেবে আছলামপুর ইউপি চেয়ারম্যান একেএম সিরাজুল ইসলাম, ফজলুল করিম মিয়া ও ম্যানেজিং কমিটির সদস্য, শিক্ষক- কর্মচারী, ছাত্র-ছাত্রী, অভিভাবক সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন৷
জানা যায়, জিল্লুর রহমান তুহিন চরফ্যাশন পৌরসভা ৮নং ওয়ার্ড টাউন মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে নিয়োগপ্রাপ্ত হওয়ায় এয়াকুব মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদ থেকে অব্যাহতি নিতে হয়েছেন৷ তিনি দীর্ঘ সময় আমিনাবাদ কুচিয়ামোড়া ফাজিল মাদ্রাসার সহকারী শিক্ষক ও এয়াকুব মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন৷
বিদায়ী প্রধান শিক্ষক জিল্লুর রহমান তুহিন কে ছাত্র ছাত্রীদের পক্ষ থেকে পুষ্প মাল্য, বিদায়ী মানপত্র ও ম্যানেজিং কমিটির পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রধান করা হয়৷