চরফ্যাশনে পল্লী চিকিৎসকের বিরুদ্ধে ভুল চিকিৎসা করার অভিযোগ
একুশে জার্নাল ডটকম
সেপ্টেম্বর ১৫ ২০২০, ১২:৩১
চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি: চরফ্যাশন উপজেলার দুলারহাট থানাধীন নীলকমল ইউনিয়ন কাশেম মিয়ার বাজারের গ্রাম্য ডাক্তার মোঃ আলমগীরের বিরুদ্ধে ভুল চিকিৎসা করার অভিযোগ পাওয়া গেছে। ডাক্তারের ভুল চিকিৎসায় নুর মোহাম্মদ ওরফে শান্ত (৮) নামের এক শিশুর হাতের একটি আঙ্গুল হারাতে চলেছে। সে লালমোহান উপজেলার চরউমেদ ৪নং ওয়ার্ডের মোঃ নুরে আলমের ছেলে। ২১আগষ্ট ডাক্তার আলমগীর শিশুটির কাটা আঙ্গুল সেলাই করেন।
এদিকে কয়েকদিন যেতেই ক্ষতস্থানে পচন ধরে এবং তার হাতের আঙ্গুলের অবনতি ঘটে। নিরুপায় হয়ে গত ৯সেপ্টেম্বর লালমোহন হাসপাতালে শিশুটিকে নিয়ে যান শিশুটির পরিবার।
শিশুটির পরিবারের লোকজন অভিযোগ করে বলেন, শান্তর হাতের একটু আঙ্গুল কেটে যায়। হাসপাতালে চিকিৎসার জন্য রওয়ানা হলে কাশেম মিয়ার বাজারের গ্রাম্য ডাক্তার আলমগীর বলেন, হাসপাতালে নেওয়া প্রয়োজন নাই আমি চিকিৎসা করতে পারবো এরকম আরো অনেক চিকিৎসা আমি করেছি। ডাক্তার তার দোকানে নিয়ে সেলাই করার পর কয়েকবার ড্রেসিং করে। তার কিছুদিন পর কাটা স্থানটি পঁচন ধরে ও প্রচুর ব্যথা করে। ডাক্তারের কাছে নিয়ে আসলে, ডাক্তার হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। শান্তর পরিবার লালমোহন হাসপাতালে নিয়ে যায়।
অভিযুক্ত গ্রাম্য ডাক্তার আলমগীর ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমি ছেলেটির কাটা হাত সেলাই করেছি এবং এ রকম আরো অনেক রোগী ভালো হয়েছে। সেলাই করার পর ছেলেটির হাত পানিতে ভেজানোর কারনে এ সমস্যাটি দেখা দিয়েছে। বিশেষ ট্রেনিংপ্রাপ্ত বিষয়গুলোর সনদ আছে কি-না এমন প্রশ্ন এড়িয়ে যান তিনি।
চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার শোভন বসাক বলেন, পল্লী চিকিৎসকের কোন ধরনের কাটা-ছেড়া করার অনুমতি নাই। তবে ভালো কোনো প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষনপ্রাপ্ত হলে ছোটখাটো অপারেশন করতে পারবে। এ ব্যাপারে ভুক্তভোগীর পরিবারের কাছ থেকে লিখিত অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখবো।