চরফ্যাশনে নুরাবাদ ইউনিয়নে বজ্রনিরোধক তালবীজ রোপণ
একুশে জার্নাল ডটকম
অক্টোবর ২৯ ২০২০, ২১:৩৭
মোবাশ্বের আলম, চরফ্যাশন উপজেলা প্রতিনিধি: ভোলার চরফ্যাশনের নুরাবাদ ইউনিয়নে ত্রান ও দুর্যোগ মন্ত্রণালয়ের অর্থায়নে বজ্রপাত নিরসনে তালবীজ রোপন কর্মসূচি পালন করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে চরফ্যাশন উপজেলার নুরাবাদ ইউনিয়নে শহিদ মাহমুদউল্লাহ কন্টাক্টর সড়কে ৪০০’শ পিচ তালের বীজ রোপণ কর্মসুচি অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমীন এর নির্দেশনায় ও নুরাবাদ ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব আনোয়ার হোসেনের সহায়তায় ‘তালবীজ রোপন’ এর এ কর্মসূচী পালন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন নুরাবাদ ইউনিয়ন আ’লীগের সভাপতি আলহাজ্ব শাহাবুদ্দীন মাস্টার, সাধারন সম্পাদক মোঃ হোসেন মিয়া, ইউপি সচিব ও সদস্য বৃন্দ।