চরফ্যাশনের নুরাবাদ ইউনিয়নে ১৫ টি বাড়ি লকডাউন
একুশে জার্নাল ডটকম
এপ্রিল ১১ ২০২০, ১৯:২০

ঢাকার বিভিন্ন স্থান থেকে এসে আত্নগোপন করায় ভোলার দুলারহাট থানায় নুরাবাদ ইউনিয়নে ১৫ টি বাড়ি লকডাউন করা হয়েছে।
শনিবার (১১এপ্রিল) দুপুরে এসব বাড়িগুলি সম্পুর্ন ভাবে লকডাউন করে লাল পতাকা লাগানো হয়েছে। পরিবার বাড়িসহ নিম্নে উল্লেখ করা হলোঃ
১.মোঃ রফিক,মুজাম্মেল আমিনের বাড়ির সামনে ৪ নং ওয়ার্ড,
২.মোঃ মিলন পিংআবুল হাশেম, কলেজ পাড়া দুলারহাট, রিয়াজ
৩.রিয়াজ, হামিদ বেপারী বাড়ি ০৫ নং ওয়ার্ড
৪.ইউসুফ, বলি বাড়ি ০৫ নং ওয়ার্ড
০৫.নুর নবী পিং আঃ শহীদ, বলি ০৫ নং ওয়ার্ড
০৬.ইব্রাহিম জুম্মা পিং হামিদ ০৬ নং ওয়ার্ড
০৭.সুজন পিং রফিজল মাঝি, মাঝি বাড়ি ০৭ নং ওয়ার্ড
০৮.মোঃ জসিম পিং সেরাজল হক,সেরাজল হক মাতাব্বর বাড়ি।
০৯.মিজান পিং হারুন খলিফা, হারুন খলিফা বাড়ি।
১০. জাহাঙ্গীর পিং মৃত্যু, বেলায়েত হোসেন
১১. শাকিল পিং মোঃ নিরব, জমাদার বাড়ি ০২ নং ওয়ার্ড।
১১.আলমগীর মান্দালী বাড়ি
১২.সুজন শ্বশুর জয়দেব শীল ০৪ নং ওয়ার্ড।
এ ব্যাপারে নুরাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আনোয়ার হোসেন জানান,ঢাকা থেকে আসা নুরাবাদ ইউনিয়ন ১৫ টি বাড়ি লকডাউন করে দিয়েছি সকল কে নিজ ঘরে আগামী ১৪ দিন নির্দিষ্ট কক্ষে অবস্থান করতে বলা হয়েছে,এবং বাড়ির লোকজন কে বাড়ির বাহিরে না যাওয়ার জন্য নির্দেশ দিয়েছি,এবং প্রত্যেক কে আমার ফোন নাম্বার ঘরে দিয়ে এসেছি তাদের কে বলেছি আপনাদের কোন খাবারের দরকার হলে আমাকে ফোন দিয়ে জানালে আমি খাবার পৌঁছে দেবো।