চরফ্যাশনের ইউপি যুবলীগ সভাপতি কীর্তনখোলায় নিখোঁজ
একুশে জার্নাল ডটকম
আগস্ট ১৩ ২০২০, ১২:১৮
মোবাশ্বের আলম চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি: ভোলার চরফ্যাশন উপজেলার ওসমানগন্জ ইউনিয়নের যুবলীগের সভাপতি ফয়েজ মাহমুদ বরিশাল নগরী সংলগ্ন কীর্তনখোলা নদীতে ট্রলার থেকে পরে মাহমুদ নিখোঁজ হয়েছেন।
সূত্রে জানা যায়, বুধবার (১২ই আগষ্ট) সকালে চরকাউয়া বরিশাল প্রান্ত খেয়াঘাট থেকে নদী পারাপারের উদ্দেশ্যে ট্রলারে উঠেন ফয়েজ। ট্রলার চলাকালীন অবস্থায় তিনি হঠাৎ নদীতে পরে যায় পরে সংবাদের ভিত্তিতে নৌ পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা উদ্ধারের চেষ্টা চালানো শুরু করেন।
এ ব্যাপারে বরিশাল নৌ থানার অফিসার ইনচার্জ আবদুল্লাহ আল মামুন জানান, নদীতে প্রচুর পানি ও জোয়ারের চাপ রয়েছে তাই এখনো নিখোঁজ ফয়েজের কোন সন্ধান পাওয়া যায়নি। তবে নৌ পুলিশের উদ্ধার কাজ এখনো চলমান রয়েছে।