চরজব্বর ডিগ্রি কলেজ রোভার স্কাউটস গ্রুপের সিনিয়র রোভার মেট নিয়োগ

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

মার্চ ১৯ ২০২০, ১৯:১২

মোঃআজগর হোসাইন, সুবর্ণচর;

“মুজিববর্ষ” উপলক্ষে চর জব্বর ডিগ্রি কলেজ রোভার স্কাউটস গ্রুপ এক আলোচনা সভা আয়োজন করে। গত ১৭ই মার্চ কলেজ অডিটোরিয়াম এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে চরজব্বর ডিগ্রি কলেজ রোভার স্কাউটস গ্রুপের সম্পাদক মোঃ দিদারুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন অধ্যক্ষ মোঃ শাহাজাহান সাজু।

এসময় সবার উপস্থিতিতে চরজব্বর ডিগ্রি কলেজ রোভার স্কাউটস গ্রুপের কার্যক্রম কে আরো তরান্বিত করতে দুই (২) জন সিনিয়র রোভার মেট এবং দুই (২) জন সহকারি রোভার মেট নিয়োগ প্রদান করা হয়।

নিয়োগকৃত সিনিয়র রোভার মেটরা হলেন মোঃ একরাম উদ্দিন ফারভেজ এবং গার্লস ইন রোভার স্কাউট দলের নুসরাত ইমরোজ তিশা। সহকারি সিনিয়র রোভার মেট মোঃ দেলওয়ার হোসেন বাবর এবং গার্লস ইন রোভার স্কাউট দলের সুখী রাণী শাহা।

উল্লেখ্য, ২০১৬ সালে চর জব্বর ডিগ্রি কলেজ রোভার স্কাউট প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠালগ্ন থেকে গ্রুপটি বাংলাদেশ স্কাউটের অান্দোলন অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।