চবিতে ছাত্রলীগের অবরোধ প্রত্যাহার, শান্ত ক্যাম্পাস
একুশে জার্নাল ডটকম
এপ্রিল ০৯ ২০১৯, ০০:১৯

দিনভর উত্তেজনার পর সোমবার (৮ এপ্রিল) সন্ধায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অবরোধ কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছে ছাত্রলীগের একাংশ। এত শান্ত হয়ে এসেছে ক্যাম্পাসের পরিস্থিতি।
সোমবার (৮ এপ্রিল) সারাদিন থমথমে ছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। ৪ দফা দাবিতে ছাত্রলীগের একাংশের অবরোধের কারণে সকাল থেকেই বন্ধ ছিল শিক্ষার্থীদের বহনকারী শাটল ট্রেনের চলাচল। বন্ধ শিক্ষকদের আনা-নেয়ার বাসও।
আতঙ্কে ক্যাম্পাসে ছাত্র-ছাত্রীদের উপস্থিতিও কম। বেশিরভাগ বিভাগে হয়নি ক্লাস-পরীক্ষা। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বিশ্ববিদ্যালয়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
রোববার (৭ এপ্রিল) ছাত্রলীগের একাংশের ডাকা অবরোধের পুলিশের সাথে ব্যাপস সংঘর্ষের ঘটনা ঘটে।
অস্ত্র মামলায় কারাগারে থাকা ছয় ছাত্রলীগ কর্মীর মুক্তি ও মামলা প্রত্যাহার, হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার প্রত্যাহার এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের পদত্যাগ দাবিতে এ ধর্মঘট ডাকা হয়।