চট্রগ্রাম-৫ আসনে জমিয়তের মনোনয়ন পত্র নিলেন মাওলানা নাছির উদ্দিন মুনীর

একুশে জার্নাল

একুশে জার্নাল

নভেম্বর ১৩ ২০১৮, ২২:৪৭

চট্টগ্রাম ৫ আসন (হাটহাজারী উপজেলা ও সিটি কর্পোরেশন) থেকে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন হাটহাজারী উপজেলার মাওলানা নাছির উদ্দিন মুনীর। গতকাল ১৩ নভেম্বর মঙ্গলবার জমিয়তের পল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয় থেকে জমিয়তের মহাসচিব আল্লামা নূর হুসাইন কাসেমীর কাছ থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করেন তিনি।

মাওলানা নাছির উদ্দিন মুনীর বর্তমানে হাটহাজারী উপজেলার ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। মাওলানা নাছির উদ্দিন মুনীর মিডিয়াকে জানান, আমি বর্তমানে হাটহাজারীর জনপ্রতিনিধি। আমি জনগণের জন্য এ যাবত ধর্মীয়, সামাজিক উন্নয়নমূলক অনেক কাজ করেছি। আমার লক্ষ্য ছিলো অসহায়, সুবিধাবঞ্চিত মানুষের জন্য কাজ করা। আমি এ ক্ষেত্রে অনেকটাই সফল আলহামদুলিল্লাহ্‌। হাটহাজারীর শীর্ষস্থানীয় আলেম ওলামা ও জনসাধারণরা চান যে আমি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এ এলাকার প্রতিনিধিত্ব করি। তাই আমি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছি। এ এলাকায় আমার যথেষ্ট জনসমর্থন রয়েছে। তা না হলে আমি ‘১৪ সালে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হতাম না।

নির্বাচিত হলে জনগণের জন্য কী করতে চান? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি দীর্ঘ পাঁচ বছরসহ এর অনেক আগ থেকে এই এলাকার মানুষের সাথে আছি। তাদের সূখে-দুঃখে আমি তাদের পাশে থেকেছি। তারা যদি আমাকে আগামী নির্বাচনে এমপি হিসেবে নির্বাচিত করে তাহলে আমি হাটহাজারীতে ধর্মীয় ও ইনসাফভিত্তিক সমাজ গড়ে তুলবো। সুবিধাবঞ্চিত মানুষের জন্য কাজ করবো। এলাকাতে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার লক্ষে কাজ করে যাবো ইনশা আল্লাহ।