চট্রগ্রামে সঙ্গীত ভবনে হামলা: থিয়েটার প্রাঙ্গণের নিন্দা
একুশে জার্নাল
জুলাই ১৯ ২০২০, ১৬:১৫
চট্টগ্রাম নগরীর প্রবর্তক সংঘ পাহাড়ে অর্ধশত বছরের পুরনো একটি সঙ্গীত শিক্ষা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে দেশের অন্যতম নাট্যদল ‘থিয়েটার প্রাঙ্গণ’। আজ (১৮ই জুলাই) দলটির পরিচালক আলী হায়দার বিবৃতিটি প্রকাশ করেন।
বিবৃতিতে বলা হয়, সংগীত ভবন চট্টগ্রামের অন্যতম শীর্ষ সংগীত শিক্ষা প্রতিষ্ঠান। চট্টগ্রামের অনেক শিল্পী এ প্রতিষ্ঠান থেকে শিক্ষা নিয়েছেন। বর্তমানে এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীর সংখ্যা দেড়শতাধিক। প্রতিষ্ঠানে হামলার সময় সঙ্গীত শিক্ষার বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর ও তছনছ করা হয়ছে।
এ হামকালে নির্লজ্জ হামলা অবহিত করে বিবৃতিতে আরো বলা হয়, অনাথ আশ্রম প্রবর্তক সংঘে বসবাসরত একদল যুবক এই ভাঙচুরের ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ পাওয়া যাচ্ছে। প্রবর্তক সংঘ কমিটির সঙ্গে ভাড়াটিয়া প্রতিষ্ঠান ‘সঙ্গীত ভবনের’ বিরোধের জেরে তাদের ইন্ধনে এই হামলা হয়েছে জানা যাচ্ছে।
থিয়েটার প্রাঙ্গণের পরিচালক বলেন, একটি সুপ্রতিষ্ঠিত, সুপ্রাচীন সাংস্কৃতিক সংগঠনের উপর হামলা শিল্পী সমাজের জন্য লজ্জাজনক। তিনি এ ঘটনার প্রতিকারে স্থানীয় মেয়র, মাননীয় মন্ত্রী ও সংস্কৃতি মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষন করেছেন। এবং হামলাকারীদের চিহ্নিত করে অতিসত্বর গ্রেফতার ও সুষ্ঠু বিচার দাবী করেছেন।