চট্টগ্রাম ৭ ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী ঘোষণা
একুশে জার্নাল ডটকম
সেপ্টেম্বর ২২ ২০২০, ১৩:১৯
মো. জিপন উদ্দিন চট্টগ্রাম: চট্টগ্রামের সাত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী ঘোষণা করা হয়েছে। আগামী ২০ অক্টোবর অনুষ্ঠেয় নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে তারা ভোট যুদ্ধে অবতীর্ণ হবেন৷
চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার নানুপুর ইউনিয়নে মো. শফিউল আজম, সুয়াবিল ইউনিয়নে জয়নাল আবেদীন ও সন্দ্বীপ উপজেলার হারামিয়া ইউনিয়নে মো. জসিম উদ্দিন। মীরসরাই উপজেলার মিঠানালা ইউনিয়নে এম এ কাশেম।
লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নে এস, এম, ইউনুচ, লোহাগাড়া ইউনিয়নে মোহাম্মদ নূরু ছফা, আধুনগর ইউনিয়ন পরিষদে মুহাম্মদ নূরুল কবিরকে মনোনয়ন দেওয়া হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) বিকালে আওয়ামী লীগের স্থানীয় সরকার নির্বাচন মনোনয়ন বোর্ডের সভায় এ প্রার্থিতা চূড়ান্ত করা হয়। আওয়ামী লীগ সভাপতি এবং দলের স্থানীয় সরকার নির্বাচন মনোনয়ন বোর্ডের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভায় সভাপতিত্ব করেন।
সভা শেষে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়। ঘোষিত তফসিল অনুসারে আগামি ২৩ সেপ্টেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ দিন, ২৬ সেপ্টেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই, ৩ অক্টোবর প্রার্থিতা প্রত্যাহার এবং ভোট গ্রহণের তারিখ ২০ অক্টোবর।