চট্টগ্রাম মহানগরী জমিয়তের মতবিনিময় সভা অনুষ্ঠিত
একুশে জার্নাল
নভেম্বর ১৭ ২০১৮, ১২:৫৪
হাবীব আনওয়ার চট্রগ্রাম: জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ চট্টগ্রাম মহানগরী’র উদ্যোগে কেন্দ্রীয় জমিয়ত নেতৃবৃন্দের সাথে চট্টগ্রাম নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
আজ ১৭ই নভেম্বর (শনিবার) বাদ যোহর জমিয়তুল ফালাহ মাঠ সংলগ্ন “মারকাজুদ দা’ওয়া মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভার সভাপতিত্ব করেন চট্টগ্রাম মহানগর জমিয়তের সভাপতি মাওলানা জাকারিয়া কাসেমি।
মহানগর জমিয়ত সেক্রেটারি মাওলানা শাব্বীর অাহমদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অথিতি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় জমিয়তের সহসভাপতি শায়খুল হাদীস অাল্লামা উবায়দুল্লাহ ফারুক,বিশেষ অথিতি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় জমিয়তের সাংগঠনিক সম্পাদক মাওলানা নাজমুল হাসান কাসেমি,বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জমিয়তের সহ-সাংগঠনিক সম্পাদক ও অাসন্ন জতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৫ হাটহাজারী অাসনে জমিয়ত মনোনীত সংসদসদস্য পদপ্রার্থী জননেতা নাসীর উদ্দীন মুনীর,
হাটহাজারী উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা জাফর অাহমদ,সেক্রেটারি মাওলানা এমরান শিকদার,চট্টগ্রাম মহানগর ছাত্র জমিয়তের সদস্য সচিব হাফিজ অাব্দুল্লাহ,হাটহাজারী উপজেলা ছাত্র জমিয়তের জয়েন্ট সেক্রেটারি সাইফুল ইসলাম সাইফ,প্রচার সম্পাদক মাহমুদুল হাসান প্রমুখ।
মতবিনিময় সভায় বক্তারা জমিয়তের দাওয়াত প্রত্যেকের কাছে পৌঁছে দেওয়ার জন্য নেতা-কর্মীদের আহবান জানান!